তেলজুড়ী উচ্চ বিদ্যালয়

                           ডাকঘর: তেলজুড়ী, উপজেলা: বোয়ালমারী, জেলা: ফরিদপুর।

                     স্থাপিতঃ ১৯৬৪ খ্রিঃ, বিদ্যালয় কোডঃ ৫১৩২।

বিদ্যালয়ের নিয়মাবলী

বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিম্নোক্ত নিয়মাবলী সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর জন্য প্রযোজ্য:

🔹 শৃঙ্খলা ও উপস্থিতি

  1. প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।

  2. অনুপস্থিত থাকলে বৈধ কারণসহ আবেদনপত্র জমা দিতে হবে।

  3. সমাবেশে অংশগ্রহণ বাধ্যতামূলক।

🔹 পরিচ্ছন্নতা ও পোষাক

  1. পরিচ্ছন্নতা বজায় রেখে বিদ্যালয় চত্বরে চলাফেরা করতে হবে।

  2. বিদ্যালয়ের নির্ধারিত ইউনিফর্ম পরিধান বাধ্যতামূলক।

  3. চুল ও নখ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

🔹 আচরণ ও ব্যবহার

  1. শিক্ষক, সহপাঠী ও কর্মচারীদের প্রতি শালীন ও সম্মানজনক ব্যবহার করতে হবে।

  2. মারামারি, গালাগালি বা অসদাচরণ শাস্তিযোগ্য অপরাধ।

  3. বিদ্যালয়ের সম্পদ নষ্ট করা যাবেনা।

🔹 পাঠদান ও মূল্যায়ন

  1. শ্রেণিতে মনোযোগ সহকারে পাঠগ্রহণ করতে হবে।

  2. সব পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।

  3. হোমওয়ার্ক/ক্লাসওয়ার্ক নিয়মিতভাবে সম্পন্ন করতে হবে।

🔹 প্রযুক্তি ও অনুমতি

  1. মোবাইল ফোন বা যেকোনো নিষিদ্ধ যন্ত্র বিদ্যালয়ে আনা নিষেধ।

  2. বিদ্যালয়ের বাইরে যাওয়া বা আগেভাগে বের হওয়ার জন্য অভিভাবকের অনুমতিপত্র আবশ্যক।

🔹 অভিভাবকদের ভূমিকা

  1. অভিভাবক সমাবেশে অংশগ্রহণ করতে উৎসাহিত করা হয়।

  2. শিক্ষার্থীর অগ্রগতি সম্পর্কে নিয়মিত যোগাযোগ রাখা উচিত।

   Developed By: dinbodol.com. Contact us: [ E-mail: habibullah.sir@gmail.com. Mobile: 01729411121.]